সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দিরাইয়ে পররাষ্ট্রমন্ত্রী: র‌্যাবের তৎপরতার কারণেই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে

দিরাইয়ে পররাষ্ট্রমন্ত্রী: র‌্যাবের তৎপরতার কারণেই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন এমপি বলেছেন, আমাদের যে র‌্যাব তারা কাজে কর্মে অত্যন্ত দক্ষ। তারা খুব ইফেক্টিভ, ভ্যারি ইফেশিয়ান্ট এবং তারা করাপ্ট নয়। এজন্যই তারা জনগণের আস্তা অর্জন করেছে। আমাদের দেশের সন্ত্রাসী তাদের কারণেই কমে গেছে। গত কয়েক বছরে হলি আর্টিজানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। এটা সম্ভব হয়েছে র‌্যাবের কারণে। স্বয়ং ইউএস স্ট্যাট ডিপার্টেমেন্ট সেটা স্বীকার করেছে। কিছু লোক যারা আইন-শৃঙ্খলা পছন্দ করে না, যারা সন্ত্রাস পছন্দ করে কিংবা অন্য ধরনের ড্রাগ পছন্দ করে তারাই র‌্যাবকে পছন্দ করে না। কারণ র‌্যাবের তাদের বিরুদ্ধে কাজ করে, এটা খুবই দুঃখজনক।
শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১টায় যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন জেডআই ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাজ্যের ব্যবসা পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ানানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নগদিপুর ছয়হাড়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসা ও সৈয়দ মনোহর আলী আটগ্রাম কলেজ পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন এমপি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমরা তাদের জানাবো, হয়তো ঠিক মতো তাদের জানাতে পারিনি। কারণ অনেকে একতরফা তথ্য পেয়েছে। যারা ওদেরকে পছন্দ করে না। সব দেশেই ’ল এন্ড ফোর্স বিং এজেন্সিতে কিছু মৃত্যু হয়। বাংলাদেশেরও কিছু হয়েছে। আগে কিছু বেশি ছিল এখন অনেকটা কম। যখননি একটি মৃত্যু হয় জুডিশিয়াল প্রসেজে তদন্ত হয়।আপনারা জানেন, দুইটি ক্ষেত্রে র‌্যাব অন্যায় করেছিল। সেগুলো জুডিশিয়াল প্রসেজে বিচার হয় তাদের শাস্তিও হয়েছিল।
তিনি আরও বলেন, এই র‌্যাব তৈরি করেছে আমেরিকান ও বৃটিশরা। দ্যা হ্যাব বিন ট্রেইন বাই ইউএসএ। ইউএসএ তাদের শিখিয়েছে তাদের রুলস এন্ড এনগেজমেন্ট। কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে, হাউ টু ইন্টারগেশন। এগুলো সব কিছু শিখিয়েছে আমেরিকা।
তাদের যদি রুলস অব অ্যাগেজমেন্টে কোনো কিছু দুর্বলতা থাকে, কোনো উইকন্যাস থাকে, এই রুলস অব অ্যাগেজমেন্টে যদি কোনো হিউম্যান্ট রাইট ভায়ারেট হয়, অবশ্যই আমরা সেখানে আমরা নতুন করে ট্রেনিং হবে। কিন্তু কোনো ব্যক্তি বিশেষের উপর হঠাৎ করে এই যে সেংশনগুলো দেয়া হয়েছে, সেটা কিন্তু খুব জাস্টিফাইজ না।
মন্ত্রী আরও বলেন, ওরা বলেছে যে গত ১০ বছরে ৬০০ জন মিসিং হয়েছে। আমেরিকাতে প্রতিবছর একলক্ষ মিসিং হয়। এর দায়দায়িত্ব কে নেবে? আর আমাদের দেশে মিসিং যারা হয় পরবর্তীতে দেখা যায় আবার সে বের হয়ে আসছে। আপনাদের একটা কেইস বলি, এই এলাকার হারিস চৌধুরী আমরা জানি উনি কত বছর ধরে মিসিং এখন জানি উনি দেশেই ছিলেন। মৌলভী সেজে গেছিলেন তাবলীগ করতেন। আর সেদিন গত বছরের সেপ্টেম্বর মাসে মৃত্যুবরণ করেন। এ ধরণের অনেক কাহিনী আমরা শুনি হঠাৎ করে বাহির হয়। আর এসব তথ্য যাচাই-বাচাই না করে বড় বড় বিদেশী লোক না জেনে অভিযোগ করে। যারা অভিযোগ করেছে আমি তাদের আহ্বান করি। বলি আসেন, দেখেন, লোকজনের সাথে কথা বলেন, সত্য ঘটনা উদঘাটন করেন। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা কমিটির সদস্য পল ব্রিস্টো এমপি, কমনওয়েলথ এন্টারপ্রাইজের সিইও এবং বিনিয়োগ কাউন্সিলর সামান্তা কোহেন ও টম হান্ট এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, জেড গ্রুপের কর্ণধার জিল্লুর হোসাইন, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, লুৎফুর রহমান এওয়ার মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: