শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

সুনামগঞ্জে অভিনব পন্থায় মাদক পাচারে আটক ১

amarsurma.com
সুনামগঞ্জে অভিনব পন্থায় মাদক পাচারে আটক ১

আমার সুরমা ডটকম:

মাদক পাচারকারী চক্রের অভিনব পন্থাও অবশেষে ভেস্তে গেল। সুনামগঞ্জে নদীর তলদেশ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় জড়িত কামাল হোসেন নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রাম তীরবর্তী কেন্দুয়া নদী থেকে বস্তা ভর্তি বিদেশি মদের চালান উদ্ধার করা হয়। আটককৃত কামাল হোসেন উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভুজ গ্রামের জামাল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বেলা ৩টায় তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এতথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, উপজেলার চতুর্ভুজ গ্রামের এক বসত বাড়িতে বিদেশি মদ কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিত্তে বুধবার রাতে পুলিশ অভিযানে নামে। থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় অফিসারগণ উপজেলা কামারকান্দি গ্রামের কামাল হোসেনের হাতে থাকা ব্যাগ থেকে প্রথমে এক বোতল বিদেশি মদ উদ্ধার করে। এরপর তার দেয়া তথ্যের ভিক্তিত্তে গ্রামে তার বসত বাড়ির পেছনে রশি দিয়ে বাঁধা অবস্থায় তিনটি বস্তা ভর্তি ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ সময় বসত বাড়িতে মদ কেনাবেচায় থাকা অপর তিন মাদক কারবারী পালিয়ে গেলেও পুলিশ কামালকে আটক করে। বুধবার রাতেই কামালকে আটক ও অপর তিন মাদক কারবারীকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: