বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে গলায় ফাঁস দিয়ে সামছুদ্দিন (২৫) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শী গ্রামে। সামছুদ্দিন গ্রামের জমসিদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে সামছুদ্দিন। রাতের কোনো এক সময় বাড়ির সামনের পুকুরপাড়ে একটি আমগাছের সাথে পড়নের শার্ট গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করে। সকালে পুকুরপাড়ে আমগাছে ঝুলন্ত সামছুদ্দিনকে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে।