মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
মাহবুব সালমান: ‘বার্মায় মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে সরকারকে কার্যকরি ভূমিকা পালন করতে হবে এবং নির্যাতিত রোহিঙ্গাদেরকে বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্ত খুলে দিতে হবে। প্রয়োজনে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে জমিয়ত কর্মীরা প্রস্তুত রয়েছে।’ বার্মায় মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সোমবার সকাল ১০টায় শান্তিগঞ্জ বাজারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব সাবেক এমপি শাহীনূর পাশা চৌধুরী এই আহবান জানান। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও মাসরুর তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, যুগ্ম-সম্পাদক মাওলানা হাম্মাদ গাজিনগরী, সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ, জেলা যুব জমিয়তের সভাপতি আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বাহার। দোয়া পরিচালনা করেন উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা আফসার উদ্দীন। মানববন্ধন শেষে ২৪ নভেম্বর সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের উদ্যোগে আয়োজিত উক্বাবে রাসুল (সা) সম্মেলন সফলের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন সাবেক এমপি শাহীনূর পাশা চৌধুরী।