শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : ‘জামেয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া সুনামগঞ্জ’-এর ৫০ বছরপূর্তি ও দস্তারবন্দী মহাসম্মেলন আগামি ২২ ও ২৩ জানুয়ারি ২০১৬ খ্রিস্টাব্দ শুক্র ও শনিবার জামেয়ার দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন যথাক্রমে খলিফায়ে মাদানী ও শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার মুহতামিম আল্লামা জিয়া উদ্দিন, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা আব্দুল বাসিত বরকতপুরী, জামেয়া আবাসিয়া কৌড়িয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুহসিন আহমদ-সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া (রহ), দারুল হাদিস জাউয়া মাদরাসার মুহতামিম মুফতি আব্দুস সোবহান, কামরূপদলং মাদরাসার মুহতামিম মাওলানা আকবর আলী।
মহাসম্মেলনে আমন্ত্রিত অতিথিবৃন্দরা হলেন আওলাদে রাসূল (সা) আল্লামা সায়্যিদ আরশাদ আল মাদানী-ভারত, আল্লামা সায়্যিদ আসজাদ আল মাদানী-ভারত, খলিফায়ে মাদানী ও হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক, শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি, খলিফায়ে মাদানী আল্লামা মুফতি নুমান আহমদ চট্টগ্রাম, দারুল উলূম পটিয়ার মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বুখারি, উমেদনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি, হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী, ঢাকার বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হুসাইন ক্বাসিমী, দারুল মাআরিফ চট্টগ্রাম মাদরাসার মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী, দারুল উলূম করাচি পাকিস্তানের আল্লামা মুফতি মুশাহিদ আলী, সৌদিআরবের শায়েখ সালেহ আলহামুদ আরকালীব, ইউকের শায়খ মাওলানা আসগর হুসাইন।
এছাড়া সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস-ঢাকা, চট্টগ্রামের আল্লামা ফুরকান উল্লাহ, আল্লামা জসিম উদ্দিন নদভী, আল্লামা মুফতি আব্দুল মালিক-ঢাকা, আল্লামা নূরুল ইসলঅম ওলিপুরি, আল্লামা সাজিদুর রহমান-বিবাড়িয়া, আল্লামা মুফতি মিযানুর রহমান-ঢাকা, আল্লামা আব্দুর রব ইউসুফি, আল্লামা উবায়দুল্লাহ ফারুক, আল্লামা মুস্তফা আজাদ-ঢাকা, আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি, আল্লামা নূরুল ইসলাম খান, আল্লামা মুখলিছুর রহমান কিয়ামপুরী, আল্লামা শিহাব উদ্দিন, আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া, আল্লামা ফজলুর রহমান খান, আল্লামা ইব্রাহিম আলী, আল্লামা মুফতি মুজিবুর রহমান, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা শফিকুল হক আমকুনী, আল্লামা আব্দুশ শহিদ, মাওলানা জুনায়েদ আল হাবিব-ঢাকা, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ আনসারি, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা মুশতাক আহমদ খান, মুফতি সৈয়দ মুতিউর রহমান, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মুফতি আব্দুল মুস্তাকিম, ক্বারী আব্দুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুল করিম, মাওলানা মুফতি শফিকুল আহাদ, মাওলানা আবুল ফজল, হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ নোমানী, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা হারুনুর রশিদ প্রমুখ। উক্ত সম্মেলনে সর্বস্তরের দ্বীন-দরদী মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন মাদরাসার মুহতামিম শায়েখ মাওলানা আব্দুল বছীর।