শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিল-১৫ ৭ নভেম্বর ২০১৫ শনিবার ঢাকা কনভেনশন হল আজিমপুরে অনুষ্ঠিত হয়। কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক আল্লামা নূর হোসাইন কাসিমীর সভাপতিত্বে ও মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এবং মাওলানা মঞ্জুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বক্তব্য রাখেন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ। উক্ত কাউন্সিল সফলের লক্ষ্যে শুক্রবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ মজলিসে আমেলার এক বৈঠক করেন, এতে সর্বসম্মতিক্রমে ৮ সদস্য বিশিষ্ট প্যানেল কমিটি গঠন করা হয়। সদস্যবৃন্দরা হলেন খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী, আল্লামা মোস্তফা আযাদ, আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা জিয়াউদ্দীন, মাওলানা জহিরুল হক ভুইয়া, মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এই কমিটি ৩ বছর মেয়াদি জমিয়তের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্যানেল ঘোষণা করেন সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া।
নবগঠিত নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি খলিফায়ে মাদানী শায়খ মাওলানা আব্দুল মুমিন, সহ-সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা মুস্তফা আজাদ, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা জুনায়েদ আল-হাবিব, ক্বারী আব্দুল খালেক, মাওলানা তৈয়ব নেজামী, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা মনসূরুল হাসান রায়পূরী, মাওলানা গোলামুর রহমান খুলনা, আব্দুর রহিম ইসলামাবাদী।
মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী, যুগ্ম-মহাসচিব মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, মাওলানা নাজমূল হাসান, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা ফজলুল করিম।
সহকারি মহাসচিব মাওলানা মাসউদুল করিম, মাওলানা আব্দুল বছির, মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা মুতিউর রহমান কাসিমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা আব্দুল হক কাউসারী।
সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ-সাংগঠনিক মাওলানা মুতিউর রহমান গাজিপুরী, মাওলানা আব্দুল্লাহ হাসান, মাওলানা মাহাবুবুল্লাহ, মাওলানা খলিলুর রহমান মুন্সিগঞ্জ, মাওলানা আব্দুল জব্বার জিহাদি, মাওলানা রেজউল করিম, মাওলানা শাহজালাল, মাওলানা হাফিজ জাফর আহমদ।
দাওয়াত বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস আরজাবাদ, অর্থ সম্পাদক মাওলানা মুনির হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ, সাহিত্য সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, সমাজসেবা সম্পাদক মাওলানা আতিকুজ্জামান, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুস্তফা মঈনুদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন। শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ফেরদাউস নারায়নগঞ্জ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, যুব বিষয়ক সম্পাদক মাওলানা শরফুদ্দীন ইয়াহইয়া কাসিমী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান।
সদস্য মাওলানা মুশাহিদ আহমদ সিলেট, মাওলানা যাকারিয়া আমিনী কিশোরগঞ্জ, হোসাইন আহমদ নোমানী, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা যিয়াউল হক কাসিমী, মাওলানা জয়নুল আবেদীন হবিগঞ্জ, মুফতি আফজাল কেরানীগঞ্জ, মাওলানা মামুন বোর্ডবাজার, মাওলানা আব্দুল কদ্দুস মানিকনগর, হাসান ফারুক গজারিয়া, শরিফ মুহাম্মাদ ইয়াহইয়া, আব্দুর রউফ সিরাজগঞ্জ, মাওলানা জামিল আহমদ আনসারী, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা খায়রুল হাসান, মাওলানা ইয়াকুব উসমানী, মাওলানা বশির আহমদ, মুফতি মাওলানা ইলিয়াস, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা জয়নুল আবেদীন বি-বাড়িয়া, মাওলানা সানাউল্লাহ, মাওলানা জামাল উদ্দীন মাহমুদ, হাফিজ মাওলানা কবির আহমদ, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম সুুনামগঞ্জ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা মাহবুব বরিশাল, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা ইয়াকুব নোয়াখালী, মাওলানা জুনায়েদ নোয়াখালী, মাওলানা বশির উল্লাহ কুমিল্লা, আব্দুল হামিদ কুষ্টিয়া, ইব্রাহিম খলিল ঠাকুরগাঁও, মাওলানা আব্দুর রহিম নরসিংদী, মাওলানা রাকিবুল ইসলাম মাদারীপুর, মাওলানা তেয়ব নারায়নগঞ্জ, মাওলানা হায়াত মাহমুদ জাকির নাবাবগঞ্জ, মাওলানা ইসমাঈল রিয়াজি, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুবাশশির চট্টগ্রাম, মাওলানা আমিনুল ইসলাম সাভার, মাওলানা নজরুল ইসলাম, মস্তফা গাইবান্ধা ও ফয়েজ আহমদ চাঁদপুর।