মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
‘জয় করলে সাজানো নাটক, আর আসলামের বেলায় রাষ্ট্রদ্রোহ’

‘জয় করলে সাজানো নাটক, আর আসলামের বেলায় রাষ্ট্রদ্রোহ’

আমার সুরমা ডটকমইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বৈঠক নিয়ে সরকার কি ব্যবস্থা নেয় বিএনপি তা দেখার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাতের কথা বলেছেন মেন্দি সাফাদি নিজেই। একজন ব্যক্তির সঙ্গে বিএনপির কোন নেতা কথা বললে হয় রাষ্ট্রদ্রোহ, আর প্রধানমন্ত্রীর ছেলে কথা বললে হয় দেশপ্রেমিক। এই হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি ও ভোটারবিহীন সরকারের বিচার। ইসরাইলি এই রাজনীতিবিদকে ঘিরে সরকার দুই ধরনের আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে জয়ের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ হয়েছে বলে সাফাদি দাবি করেছেন। এ বিষয়ে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ দাবি করেন, সাফাদি-জয়ের বৈঠকের খবর বিএনপির সাজানো নাটক। হানিফের ওই বক্তব্যের প্রতিক্রিয়া রিজভী বলেন, জয়-সাফাদির বৈঠকের বিষয়টি গত তিনদিন ধরে গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। তখন আওয়ামীলীগের নেতৃবৃন্দ এই বৈঠকের খবরকে নাটক ও উদ্দেশ্যপ্রণোদিত বলছেন। তার বেলায় হয় উদ্দেশ্যপ্রণোদিত, আর বিএনপির একজন  নেতার ভারতে একজন নেতার দেখা হয়েছে, কুশলাদি বিনিময় হয়েছে-সেটি হয়ে যায় রাষ্ট্রদ্রোহ। একটি সরকার কত হীন হতে পারে, একটি সরকার কত ধরনের ষড়যন্ত্রকারী ও চক্রান্তকারী হতে পারে,  সেটির দৃষ্টান্ত এই ঘটনা। আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের সমালোচনা করে তিনি বলেন, একজন নিরীহ মানুষকে মিথ্যা ষড়যন্ত্রের অভিযোগ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর যখন এই বৈঠকের মধ্য দিয়ে থলের বিড়াল বের হয়ে গেল তখন নাটক বলে, উদ্দেশ্যপ্রণোদিত বলে-এটা প্রহণযোগ্য হবে না। জনগণ তা বিশ্বাস করে না। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, অর্থ সম্পাদক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com