বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত বেড়ে ১৬ মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে দিরাইয়ে সংবাদ সম্মেলন সব জাহাজ আটক: বিশ্বজুড়ে নিন্দার ঝড় গাজা ফ্লোটিলায় হামলা ইসরাইলের জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে টাওয়ার হামলেট শাখার উদ্যোগে “ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে আমাদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৬৯ নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত অর্ধশত দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন সম্পন্ন দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন আগামিকাল: প্রতি পদেই লড়াই হবে হাড্ডাহাড্ডি হাউস অব কমন্সে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কের Inauguration and Achievement Awards Ceremony 2025 সফলভাবে সম্পন্ন
শিক্ষার হার বেড়েছে, কাঙ্ক্ষিত মান আসেনি : রাষ্ট্রপতি

শিক্ষার হার বেড়েছে, কাঙ্ক্ষিত মান আসেনি : রাষ্ট্রপতি

3576a_105130আমার সুরমা ডটকম : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে কিন্তু শিক্ষার গুণগত মান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এজন্য শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় রাষ্ট্রপতি শান্তিতে নোবেল বিজয়ী ভারতের কৈলাশ সতীর্থর একটি উক্তি উল্লেখ করে বলেন, ‘শিক্ষায় বিনিয়োগের রিটার্ন নয়গুণ। গুণগত শিক্ষার পাশাপাশি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এ রিটার্ন অর্জন।’ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বুধবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি এ বিশ্ববিদ্যালয়ের আচার্য। বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্বোধন করেন। পরে সমাবর্তন শোভাযাত্রা সহকারে তিনি সমাবর্তন মঞ্চে আসেন। সমাবর্তন অনুষ্ঠান শুরুর পর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং সমাবর্তন বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে পিএইচডি এবং ১৩ জন ছাত্র/ছাত্রীকে স্বর্ণ পদক প্রদান করেন। রাষ্ট্রপতি বলেন, আদর্শ শিক্ষক-গবেষক জাতির মূল্যবান সম্পদ, অনুসরণীয় আর্দশ। শিক্ষক-গবেষকদের জ্ঞান, দক্ষতা ও প্রজ্ঞা ভবিযৎ জাতি গঠনের অন্যতম নিয়ামক শক্তি। তাই শিক্ষার মানোন্নয়নে প্রয়োজন দক্ষ, অভিজ্ঞ ও জ্ঞানের প্রতি গভীর অনুরাগী শিক্ষকম-লী। যাঁরা নিজেদের নিরন্তর সর্বশেষ জ্ঞানচর্চায় রত থাকবেন এবং তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন। তবে বাস্তব অবস্থার নিরীখে দেখা যায়, আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বস্তরেই প্রয়োজনের তুলনায় দক্ষ ও অভিক্ষ শিক্ষকের অপ্রতুলতা রয়েছে। এ অবস্থা দূরীকরণে শিক্ষাঙ্গণে প্রকৃত শিক্ষানুরাগীদের নিয়োগের পাশাপাশি তাদের উচ্চতর গবেষণা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। শিক্ষক যখন তাঁর মহান পেশা থেকে দূরে চলে যান, তখন শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তাই আদর্শের প্রতি অবিচল থেকে জ্ঞান অর্জন ও বিতরণে শিক্ষকম-লী নিবেদিত থাকবেন, জাতি তা প্রত্যাশা করে। শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে শিক্ষকদের দায়িত্ব সীমাবদ্ধ না রেখে ছাত্রছাত্রীদের প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। খুলনা অঞ্চলের জীববৈচিত্র্যে সমৃদ্ধ ঐতিহ্যবাহী সুন্দরবন, সামুদ্রিক সম্পদ সমৃদ্ধ বিশাল উপকূল নিয়ে গবেষণা জোরদার করার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি আরো বলেন, মেধাবী সন্তানদের গবেষণা উপযুক্ত পরিবেশ করে দিতে পারলে দেশ উপকৃত হবে। গবেষণা নিরন্তর সাধনার বিষয় এবং তাতে প্রচুর অর্থের প্রয়োজন। রাষ্ট্রপতি সরকার এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে গবেষণা খাতে অর্থ বরাদ্দ এবং প্রয়োজনীয় সহয়তা ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com