শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় জয়কলস-উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভায় বিদ্যালয়েল প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, আওয়ামলীগ নেতা জাহাঙ্গীর আলম, শিক্ষক আলা উদ্দিন, আবুল মোশারফ প্রমুখ।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবাব মিয়া, দপ্তর সম্পাদক হাসনাত হোসেন, আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, দিলীপ তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি এ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, মনোজ ভট্টাচার্য্য, রাজা মিয়া, জুবেল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, প্রচার সম্পাদক জিল্লুল হক জিলু, আব্দুল বাতেন, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া, জেলা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মোশারফ হোসেন, জাহিদুল ইসলাম, আরমান মাহমুদ নাসিম প্রমুখ।