শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
দক্ষিন সুনামগঞ্জ থেকে সামিউল কবির: উপজেলার জয়কলস ইউনিয়ন ১নং অাস্তমা ওয়ার্ডের বর্তমান মেম্বার হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে দক্ষিন সুনামগঞ্জ থানা পুলিশ। সুনামগঞ্জের প্রতিটা হাওরের ধান পানির নীচে চলেগেলে কৃষকদের মাঝে অভাবের সঞ্চার দেখা দিয়েছে, কৃষকদের ন্যায্য অধিকার অাদায়ে দক্ষিণ সুনামগঞ্জ’র রাজপথে প্রথম অান্দোলণ করছিল এই অাস্তমা ও কামরূপদলং গ্রামের কৃষকগোষ্ঠী। যার ফলে সুনামগঞ্জের এডিসি অান্দোলণ স্থলে এসে কৃষকের ৪ দফা দাবী মেনেনেন। এ সফলতার পরথেকে সুনামগঞ্জে শুরু হয়েছে হাওর বাচাও অান্দোলণ কর্মসূচি এবং অান্দোলণ অব্যাহত। তারই ধারাবাহিতায় সরকার হতদরিদ্র কৃষকদের জন্য চাউল বরাদ্দ দিয়েছে। সরকার কর্তিক নির্ধারিত প্রত্যেক কৃষকদের জন্য ৩ বস্তা করে চাউল দেয়া হয়েছে। দেখার হাওরস্ত অাস্তমা ওয়ার্ডের অধিবাসী কৃষকদের অনুদান মেম্বার হাবিবের দায়িত্যে দেয়া হয়েছে। মেম্বার হাবিব নির্ধারিত ৩ বস্তা চাওলের মধ্যে বন্টন করেছেন ২ বস্তা চাউল এবং ১ বস্তাকরে চাওল নিজে রেখে দিয়েছেন। এসংবাদ দক্ষিণ সুনামগঞ্জ থানায় অাসলে পুলিশ তড়িৎ গ্রেফতার করে হাবিব মেম্বারকে। বর্তমানে তিনি কারাগৃহে অাছেন। মেম্বার হাবিবের বক্তব্য হলো, বরাদ্দ চাউল থেকে যেইসমস্ত কৃষক বঞ্চিত হয়েছেন তাদের জন্য তিনি এ চাল গুদামজাত করে রেখেছেন।