শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ থেকে সামিউল কবির: দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া শিবপুর নিবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালিক আজ আর নেই। মঙ্গলবার সন্ধায় উনার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ২ কন্যা ১ পুত্র এবং অনেক গুনগ্রাহী আত্নীয়স্বজন রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা যায়, ২৬ এপ্রিল বুধবার সকাল ১১ঘটিকায় উনার জানাযা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে। উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চাকুরীজীবনে তিনি ছিলেন সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষক, উপজেলার আলমপুর, আস্তমা, শ্রীনাধপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খুব সুনামের সহিত কাজ করে অবশেষে নিজ গ্রামে ডুংরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে দীর্ঘদিন শিক্ষকতা করে অবসর গ্রহন করেন। উনার মৃত্যুতে দক্ষিণ সুনামগঞ্জ ফ্রেন্ডসক্লাব পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করা হয়। শোকপ্রকাশ করেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন ও অঙ্গসংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান।