বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি সমাজসেবি ও শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ মোঃ তাহির উল্লাহর উদ্যোগে টিফিনবক্স বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। ২৫ এপ্রিল মঙ্গলবার বিশ্বনাথ প্রবাসি এডুকেশন ট্রাস্টের কো-অর্ডিনেটর নিশিকান্ত পালের পরিচালনায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন, বিশ্বনাথ প্রবাসি এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ তাহির উল্লাহ, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মাফিজ খান, বাংলা টিভি ইউকের বিশ্বনাথ প্রতিনিধি কবি নাজমুল ইসলাম মকবুল, শিক্ষক বাবুল কান্তি দাস। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন হেলালী। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪৪০ জন ছাত্র-ছাত্রীদের সকলকেই টিফিনবক্স প্রদান করা হয়। বিজ্ঞপ্তি