সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ থেকে সামিউল কবির: শুক্রবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশন (বিটিএমএ)’র অর্থায়নে উপজেলার ৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আগামী চৈত্র মাস পর্যন্ত আমরা কৃষকদের সহায়তা করবো। দেশের একটি মানুষও না খেয়ে মরবে না। আমরা কৃষকদের জন্য কাজ করছি এবং করে যাবো, আর কয়েকদিনের মধ্যেই বিদেশ থেকে ১০ লক্ষ মেট্রিকটন চাল আমদানী করার ব্যবস্থা করিতেছি। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার গরীবের মানুষের সরকার, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীবের দরদী, তাই দেশের উন্নয়ন ও গ্রামের হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে আগামীতে নৌকায় ভোট দিবেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আলমগীর কবিরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশন (বিটিএমএ)’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, হোসাইন মেহমুদ, আব্দুল্লাহ আল মাহমুদ, সেক্রেটারী জেনারেল ফিরুজ আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-আমিন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমেদ, প.প. কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম-সাধারণ সমম মিয়া, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, দপ্তর সম্পাদক দিলীপ তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সহ-সভাপতি জুবেল আহমদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জমান সুজন, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।