রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): দক্ষিণ ছাতকের ৬টি ইউনিয়ন নিয়ে একটি নতুন উপজেলা গঠনের দাবিতে সোচ্ছার এলাকাবাসি। এনিয়ে জনসচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ ছাতক দোলারবাজার উপজেলা বাস্তবায়ন সংস্থার উদ্যোগে শুক্রবার ১৬ জুন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আলী আকবর। ছাত্রনেতা টিএম রায়হানের পরিচালনায় দোলারবাজার মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক নাছির মিয়া নেছার, ছায়াদ মিয়া, ফটিক মিয়া, আব্দুল খালিক, সদস্য সচিব জিয়াউর রহমান। সভায় উপস্থিত ছিলেন সমাজসেবী নূর মিয়া, হাজি মাসুক মিয়া আসিক, ফজলু মিয়া, গৌছ মিয়া, সাবেক মেম্বার আব্দুল হান্নান, আসক আলী, আবুল হোসেন, আবুল কালাম মেম্বার, আব্দুল আলিম মেম্বার, আকবর আলী, আব্দুল আউয়াল, আবাব মিয়া, আলী নূর, ইয়াদ আলী, নজরুল ইসলাম, হেলাল মিয়া, সুমন আহমদ, কালা মিয়া, শামীম আহমদ, রুবিজ মিয়া, খাদিমুল ইসলাম, নিজাম উদ্দিনসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। সভাশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন লন্ডন প্রবাসি হাজি মরম আলী। সভায় বক্তারা অবিলম্বে দক্ষিণ ছাতক-দোলারবাজার উপজেলা বাস্তবায়নের জন্যে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।