রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
ভাটিপাড়া (দিরাই) ইউনয়িন সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মাওলানা আব্দুল কদ্দুছের ঘরসহ ও তার বড় ভাই আব্দুল করিম, আবুল বশর, আব্দুল কাইয়ুম, আব্দুল কাদিরের পাঁচটি ঘর গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে পুড়ে ছাড়খার হয়ে ঘরের আসবাবপত্রসহ পুড়ে যাওয়া স্থান শনিবার পরিদর্শন করেছেন ভাটিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান শাহজাহান কাজী। এছাড়া ভাটিপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আগুনে পুড়া বাড়ি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাটিপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি জাবির হুসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য দিলাওয়ার হুসাইন, মাহদি হাসান, রাসেল আহমদ, শাহআলম, লায়েক তালুকদার, মাছুম আহমদ প্রমুখ। এ বিষয়ে তাদের সহায়তায় কোন উদ্দোগ নেয়া হয়েছে কি না-জানতে চাইলে ভাটিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হয়েছে। ছাত্র জমিয়ত নেতৃবৃন্দও এই অসহায় পাঁচটি পরিবারকে সহায়তায় এগিয়ে আসতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।