রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: ‘জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির সভাপতিত্বে প. প ইউপি পরিদর্শক বিপ্রেস চক্রবর্তীর পরিচালনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মফিজুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ চৌধুরী শাখাওয়াত জাহান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, প. প ইউপি পরিদর্শিকা গোলশান আরা, সবিতা বনিক, এনজিও প্রতিনিধি রিনঞ্জুয়ারা বেগম, জাহিদুল ইসলাম সিদ্দিকী, ভূপতি রঞ্জন দাসসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন এইউএফও শামীম চন্দ্র তালুকদার। সভা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে জয়কলস ইউনিয়ন। স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে উপজেলার পশ্চিম পাগলা মা ও শিশু কল্যাণকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। ইউনিয়ন পরিদর্শিকার মধ্যে পশ্চিম পাগলা ইউনিয়ন প. প পরিদশির্কা শাহিনা বেগম ও সবিতা বনিককে শ্রেষ্ঠ ঘোষণা করে তাদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দরা।