রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন
খালেদ আহমদ (মৌলভীবাজার): মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর ও শহরের বড়হাটের জঙ্গি আস্তানার মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। সম্পতি তদন্তভার পেয়ে ১৫ জুলাই শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে ৭ সদস্যের তদন্ত টিম। সম্প্রতি পুলিশের কাছে থাকা মামলা দুটির দায়িত্ব পেয়েছে সিআইডি। তদন্তভার পাওয়ার পরেই আজ সিআইডি সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামালের নেতৃত্বে ৭ সদস্যের একটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় তারা পুলিশ হেফাজতে থাকা বাড়ী দুটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন। মৌলভীবাজার সিআইডির ওসি আব্দুছ সালেক দুই জঙ্গি আস্তানা পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেছেন। গত ১ এপ্রিল বড়হাটের জঙ্গী আস্তানা ও ৩০ মার্চ সদর উপজেলার নাসিরপুরে জঙ্গী আস্তানায় অভিযান শেষ হওয়ার পর নাসিরপুরে ৭জন ও বড়হাটে ৩জন জঙ্গী মারা যায়।