শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
এম এম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধের লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে তালগাছের বীজ বিতরণ ও রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) জিনাত রহমানের সভাপতিত্বে তালগাছ বীজ বিতরণ ও রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম, পূর্বপাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ভুইয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী আসাদ আলী আল মাইজভান্ডারী, মিটু চক্রবর্তী প্রমুখ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধের লক্ষ্যে সকলকে বেশি বেশি তালগাছ রোপনের আহবান করেন। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।