মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের রাস্তায় শুয়ে ভিক্ষা করছেন নব্বই দশকের রাজপথ কাঁপানো নেতা উপজেলা হকার্সলীগের সভাপতি হাশেম আলী (৬৫)। রোগ যন্ত্রণায় আক্রান্ত হাশেম আলীকে রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফরমে দেখা গেছে। হাশেম আলী পার্বতীপুর উপজেলা হকার্সলীগের সভাপতি। ১৯৯০ সালে এরশাদ বিরোধী গণআন্দোলনে রাজপথের সৈনিক ছিলেন হাশেম আলী। জেল জুলুমের শিকার হয়েছেন।