শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: ৭ ডিসেম্বর বৃহঃপতিবার সিলেট তামাবিল বাঘের সড়ক নামক স্থানে মোটর সাইকেল-লেগুনা মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ক্বারী মাওলানা জামিল হুসাইন। গত সোমবার সিলেটের নগরের বেসরকারি হাসপাতাল ওয়েসিস-এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। (ইন্নালিল্লাহি…রাজিউন)। গত ১১/১২/২০১৭ সোমবার মাওলানা জামিল হুসাইন বিয়ের দিন ছিল বলে জানা যায়। বন্দু-বান্দব ও আত্বীয়দের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে মটর সাইকেল যুগে তিনি বেরিয়েছিলেন। কিন্তু নিয়তির কি বিধান। যে দিন বিয়ে করবেন সেদিন রাতেই মারা গেলেন তিনি। বিয়ে আর করা হলো না তার। এর আগেই পাড়ি জমিয়েছেন তিনি পরপারে। বধূ বরণের আনন্দের বদলে জামিলের বাড়িতে এখন কান্নার রোল। জামিল হুসাইন ছিলেন কানাইঘাট ছাত্র জমিয়ত চতুল ইউনিয়ন শাখার সভাপতি। তরুণ এ আলেমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।