সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
সামিউল কবির, স্টাফ রিপোর্টার: স্থানীয় বাজারে নারীদের প্রবেশ গম্যতা নিশ্চিত করনের লক্ষ্যে বাজার ব্যবস্থাপনা কমিটির সাথে আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় তাহিপুর বাদাঘাটের ঘাগটিয়া চক বাজারে কমিটির অস্থায়ী কার্যালয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সাথে আইডিয়া’র সমষ্টি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে ঘাগটিয়া চক বাজারকে একটি নারী বান্ধব বাজার হিসেবে ঘোষনা করা হয়, এবং বাজার কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাজারে একটি নারী বান্ধব সংবলিত লেখা সাইনবোর্ডও লাগানো হবে, তাছাড়া কোন নারী যদি বাজারে এসে কখনো হয়রানির শিকার হোন সেজন্য একটি অভিযোগ বক্স রাখা হবে। এছাড়া নির্যাতিত যে কেউ কমিটির কাছে সরাসরি বিচার প্রার্থী হতে পারবে। সভাপতির বক্তব্যে মোকারম হোসেন বলেন আমাদের এই বাজার খুব ভাল, নারীদের কখনো হয়রানির শিকার হতে হয় না, স্থানীয় বাজারে বিনা বাধায় নারীরা ক্রেতা বিক্রেতা হিসেবে আসা যাওয়া করেন।তিনি আরও বলেন আজকে আমরা যে সিদ্ধান্তটি নিলাম তা ঘাগটিয়া চক বাজারের জন্য একটি যুগান্তকারী সিন্ধান্ত, এবং অতি তাড়াতাড়ি বাজারে নারীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থাও করা হবে। এতে উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারন সম্পাদক মনির উদ্দিন, সদস্য আকাশ মিয়া, সদস্য হাসনা বেগম, সদস্য রজব আলী, মাসুম মিয়া, গোলাম রহমান, টুনু মিয়া, এলএসপি লিটন মিয়া, এসসিএ ললিতা রানী, চম্পা বেগম। আরও উপস্থিত ছিলেন আইডিয়া সমষ্টি প্রকল্পের প্রজেক্ট অফিসার সিরাজুল ইসলাম, মাঠ সহায়ক সামিউল কবির, সন্দিপ মিত্র ও বিদেশ রঞ্জন চৌধুরী প্রমুখ।