মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয়, ৫টি দাখিল মাদরাসা ও ১৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। সোমাবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজেন উপজেলার রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক বই বিতরেন সূচনা করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাইদুল হকের পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, লন্ডন প্রবাসী তফজ্জুল আমীন, আব্দুছ সালাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি এনামুল করিম, মজিদুর রহমান মধু, সাবেক চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, ছুনু মিয়া, শামছুদ্দিন, তুরন খান, বদরুল আমীন, আপ্তাব মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন অতিথিরা।