মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্লানের আওতায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তত্বাবধানে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সহযোগিতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ‘স্বাস্থ্যসম্মত জীবন-যাপন ও পরিবেশ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প.প. কর্মকর্তার কার্যালয়ে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. একেএম মফিজুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত জাহান চৌধুরী, উপজেলা প.প. কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, পশ্চিম পাগলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়েস্থ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আব্দুল বারেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা স্যানেটারী পরিদর্শক শহীদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, উপজেলা আনসার ভিডিবি প্রশিক্ষক সুরঞ্জিত দাস, এনজিও প্রতিনিধি রেনজু আরা বেগম, এফআইভিডিবির পিসিএসসি হানিফ আহমদ, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শিকা গৌরী চক্রবর্তী প্রমূখ।