মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
আশরাফ আহমেদ, এম.সি কলেজ প্রতিনিধি: সিলেটের এম.সি কলেজে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেনকে নিয়ে এক বিশাল প্রচার মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১.৩০ মিনিটের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন এম.সি কলেজে আসলে তার নেতৃত্বে হাজার ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়ে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। এতে অন্যানের মধ্যে উপস্তিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু, মইনুল ইসলাম ফয়সাল (গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ছাত্রলীগ), ওয়ালী উল্লাহ কামরুল (সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগ), কামরুল ইসলাম (সাবেক যুগ্ন-সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ), সঞ্জয় চৌধরী (সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রলীগ), ছাত্রলীগ নেতা মিটু তালুকদার, আব্দুল বাছিত রুমান (সভাপতি সিলেট মহানগর ছাত্রলীগ), আব্দুল আলিম তুসার (সাধারণ সম্পাদক সিলেট মহানগর ছাত্রলীগ), ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, নাজমুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় এমসি কলেজ ও সরকারি কলেজের পাশাপাশি সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিপুল সংখক নেতাকর্মীদের উপস্তিতিতে কলেজটিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা “আমরা সবাই ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব”, জাকির ভাইয়ের জন্য, সিলেট বাসী ধন্য” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তুলেন এমসির সবুজঘেরা ক্যাম্পাস।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী সিলেটের মাটি ও মানুষকে একটু বেশিই ভালবাসেন যেজন্য প্রথমে সিলেট থেকেই তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন, তিনি আর বলেন, ছিলেটের মানুষকে ৩০ তারিখের এই জনসভাটি জনসমুদ্রে পরিনত করতে হবে, জাকির বলেন, এম.সি কলেজ সিলেট তথা বাংলাদেশের একটি সনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান, আর ছাত্ররাজনীতিতে ও এর রয়েছে গৌরবঘাতা ইতিহাস।
এ মসয় সিলেটের তাজপুরের ছেলে বাংলাদেশ ছাত্রলীগের এই সাধারণ সম্পাদক বলেন, অতি শীঘ্রই সিলেটের এম.সি কলেজে ছাত্রলীগের নতুন কমিটি দেয়া হবে। এম.সির সাথে সিলেট সরকারি কলেজ, মদন মোহন কলেজসহ বেশ কয়েকটি কলেজে ছাত্রলীগের নতুন কমিটি দেয়ার ইঙ্গিত দেন সিলেটের ছেলে জাকির হোসেন।