রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনু মিয়া, বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবুল হাসেম, কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আলম সিদ্দিকী, মেডিকেল অফিসার ডা. নিলাক্ষী শেখর তালুকদার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুল রশিদ, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া সহ সরকারী, বেসরকারী বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।