শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেট বিভাগের কওমি মরদাসা শিক্ষাবোর্ড আজাদ দীনি এদারায়ে তালিম বাংলাদেশের আওতাভুক্ত জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপনের দীর্ঘ দিনের প্রবীন শিক্ষক বিশিষ্ট ওয়াইজ সর্বজনশ্রদ্ধেয় আলেম মাওলানা শামসুদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের ওসমানি নগর উপজেলার মশাখলা নামক স্থান থেকে একটি ওয়াজমাহফিল থেকে ফেরার পথে স্টোক করেন। পরে তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চেকআপ শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি দুই ছেলে সহ চার মেয়ে অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন। মাওলানা শামসুদ্দীন ’দক্ষিণ বাড়ীর হুজুর’ হিসেবেই পরিচিত ছিলেন। সোমবার বাদ জুহর গলমুকাপন মাদরাসা সংলগ্ন মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক আলেম উলামাসহ হাজার হাজার মুসল্লীর উপস্থিতিতে জানাযায় ইমমাতি করেন মরহুমের ছেলে মাওলানা জালাল উদ্দীন। জানাযায় উপস্থিত ছিলেন, সিলেটের প্রবীণ শায়খুল হাদীস আল্লামা মাসউদ আহমদ বাঘার হুজুর, জামেয়া গলমুকাপনের মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ, আযাদ দ্বীনী এদারার সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা মুখলিসুর রহমান কিয়ামপুরী,সাবেক এমপি ও জামিয়া দারুল কুরআন সিলেটের প্রিন্সিপাল মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মাওলানা ইমদাদুল্লাহ সাহেব যাদায়ে কাতিয়া, , ইউরোপ জমিয়ত নেতা মাওলানা মামনুল মহিউদ্দীন, দরগাহ মাদরাসার শিক্ষক মাওলানা জুনাইদ কিয়ামপুরী, উপজেলা চেয়ারম্যান আনোয়ার চৌধুরী,মজলিস নেতা মাওলানা আহমদ বেলাল, মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী প্রমুখ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এদিকে, জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপনেরর দীর্ঘ দিনের প্রবীন শিক্ষক মাওলানা শামসুদ্দীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী, মহাসচিব মাওলানা নুর হোসাইন কাসেমী, ইউরোপ জমিয়ত নেতা মাওলানা মামনুল মহিউদ্দীন,মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী প্রমুখ।