বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধিঃ দিরাইয়ে কুলঞ্জ ইউনিয়নে মমিন মিয়ার বাড়ির পাশে ইজিবাইক উল্টে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন মিলিক মিয়া (৫৫), বাদশা মিয়া (৫০) ধনবিবি (৩০) উভয়ের বাড়িই টংঘর গ্রামে। তিন জনকেই চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে পাটানো হয়েছে। তারা অত্র ইউনিয়নের সুরিয়ারপাড় গ্রামের একজন মৃত ব্যাক্তিকে দেখার উদ্দেশ্যে গাড়িতে উটেছিলেন। এ নিয়ে শুধুমাত্র এই যায়গায় প্রায় ১৫ থেকে ২০ বার দূর্ঘটনায় শিকার হয় অনেক মানুষ।