রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার ইফতা বিভাগের প্রধান মুফতি মাওলানা শাহনূর আলী (চেছানি হুজুর ) আর নেই। তিনি আজ মঙ্গলবার (৬ মার্চ) বিকাল ৪:৫০ মিনিটের সময় সিলেটের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর গ্রামের বাড়ী ছাতক উপজেলার চেছান। তিনি র্দীঘ দিন যাবত সৈয়দপুর জামিয়ায় হাদীসের খেদমত করে আসছিলেন।
এদিকে প্রবীন এই আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শোয়াইব আহমদ, সৈয়দপুর ফাযিল মাদরাসার প্রিন্সিপাল হাফিয মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাদানী কাফেলার সভাপতি ও সৈয়দপুর জামেয়ার প্রাক্তন ছাত্র মাওলানা রুহুল আমীন নগরী ও আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।