রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা মো. আবদুর রকিব অ্যাডভোকেট ও মহাসচিব মাওলানা মো. আবদুল লতিফ নেজামী দাড়ি সম্পর্কে ইফা ডিজি’র ‘ঔদ্ধত্যপূর্ণ কটাক্ষের’ বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। এ সময় তারা আরও বলেছেন, এতে ইফা ডিজি’র ইসলাম ও মুসলমান বিদ্বেষী মনোভাবের আরেকবার বহিঃপ্রকাশ ঘটেছে। শনিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় এ নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, ‘ইসলাম, মুসলমান ও ইসলামী শিক্ষা-সংস্কৃতি সম্পর্কে বারবার বল্গাহীন, ঔদ্ধত্যপূর্ণ, ব্যঙ্গাত্মক, অবমাননাকর ও অশোভন উক্তির মাধ্যমে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি ইসলামী প্রতিষ্ঠানের মহাপরিচালক পদে বহাল থাকেন কিভাবে? দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি ইসলামী প্রতিষ্ঠানের মহাপরিচালক পদে বহাল থাকেন কিভাবে? তাঁর খুঁটির জোর কোথায়? ইফা ডিজির এ ধরনের উক্তি সরকারের বিঘোষীত নীতির পরিপন্থী। কেননা সরকারের তরফ থেকে বার বার বলা হচ্ছে ধর্মীয় অনুভুতিতে আঘাত বরদাশত করা হবেনা, অথচ খোদ সরকারের একজন কর্মকর্তা বার বার এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ, তাহযিব-তমদ্দুন এবং রীতি-রেওয়াজের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কাজ করে চলেছেন।
গত সপ্তাহে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মোহাম্মদ আফজাল গত ৯ আগস্ট ৪৫ জন ফিল্ড সুপার ভাইজারকে বদলির আদেশের ২২নং ক্রমিকে মুহাম্মদ আজিজুর রহমানের নামের শেষে দাড়িওয়ালা উল্লেখ করেন। বিবৃতি