বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:২০ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের জামালগঞ্জ উপজেলার তৃণমূল নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলার ওয়াজখালীতে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপির বাসভবনের সামনে জামালগঞ্জ উপজেলার নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। উপজেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জিলানী আফিন্দী রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি করুনা সিন্ধু তালুকদার, সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মহিম উদ্দিন, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার, ভীমখালী ইউপি যুবলীগের সাধারন সম্পাদক খোকন হাসান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এমপি রতন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকাকে বিজয় করতে হবে বলে সকলের প্রতি আহবান জানান।