আমার সুরমা ডটকম ডেক্স : মধ্যপ্রাচ্যের শরণার্থীদের গ্রহণ না করায় তীব্র সমালোচনার মুখে থাকা সৌদি আরব এবার শরণার্থীদের জন্য জার্মানিতে ২০০ মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়েছে। সৌদি আরব আর প্রতিবেশী বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান শরণার্থীদের জন্য যখন দরজা বন্ধ করে রেখেছে তখন তাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে জার্মানি। লেবাবনের পত্রিকা আল দিয়ারকে উদ্ধৃত করে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপনডেন্ট জানায়, জার্মানিতে প্রতি ১০০ জন শরণার্থীর জন্য ১টি মসজিদ তৈরি করে দেয়ার প্রস্তাব দিয়েছে রিয়াদ। মধ্যপ্রাচ্যের মুসলিম শরণার্থী সংকটে আরবের মুসলিম দেশগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। তবে সৌদি আরবের হায়াত পত্রিকা এক প্রতিবেদনে দাবি করেছে, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব ৫ লাখ সিরীয়কে চাকুরি দিয়েছে। তবে তাদের শরণার্থী হিসেবে গ্রহণ করা হয়নি।