সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে সাগরে সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাতাসের তারতম্যও বেশি। এর প্রভাবে সারাদেশের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আরও দুই দিন স্থায়ী হতে পারে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সর্তক সংকত এবং নদীবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সাগরে অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এ পরিস্থিতি আরও দুই দিন থাকতে পারে।
আবহাওয়ার এক সর্তকবার্তায় বলা হয়, নিম্নচাপের প্রভাবে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এবং অন্য এলাকাগুলোতে এক নম্বর সতর্ক সংকতে দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াদিক আবুল কালাম মল্লিক জানান, নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটোরের বেশি) বৃষ্টি হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।
শনিবার বিকেল পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টেকনাফে ২৯১ মিলিমিটার। এছাড়া ঢাকায় ২৪, ময়মনসিংহে ৭, চট্টগ্রামে ৭৭, সিলেটে ৩৫, রাজশাহীতে ১৭, খুলনায় ১৫ এবং বরিশালে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।