বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৪৭তম সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের চত্বর থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে শান্তিগঞ্জ বাজারে র্যালী শেষে এফআইভিডিবি ট্রেনিং সেন্টারে এসে র্যালী শেষ হয়। পরবর্তী উপজেলার শান্তিগঞ্জ বাজার এফআইভিডিবি ট্রেনিং সেন্টারে হল রুমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে, স্বদেশ বহুমূখী সমবায় সমিতি লিঃ-এর সাধারণ স¤পাদক ও প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক একে এম জালাল উদ্দীন, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা নিলুফা চৌধুরী, এস আই জিয়াউর রহমান, উপজেলা ইফা সুপার ভাইজার মাওলানা আছআদুজ্জামান, প্রেসক্লাব সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক।
আলোচানায় আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট সমবায়ী ও সংগঠক ও ইউপি সদস্য মোঃ আশরাফ আলী, উদয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর সাধারণ স¤পাদক তফজ্জুল হোসেন, জয়কলস উজানীগাও ঢেডালা হুগলিয়া চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সাধারণ স¤পাদক সালেহ আহমদ লিটন, জয়কলস মৎস্যজীবী সমিতি লিঃ-এর সাধারণ স¤পাদক ধরনী বিশ্বাসসহ সমবায়ী ব্যক্তিবর্গ প্রমূখ।