রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চার এমপি। বিকালে সংসদ সচিবালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
শপথ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উকিল আব্দুস সাত্তার এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।
এর আগে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ শপথ নেন।
আজ সোমবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারা।
এ নিয়ে বিএনপির পাঁচজন শপথ নিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ের শেষ দিনেও শপথ নেননি।