রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
তাবরিজেরন্যায়বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে এগিয়ে এসেছে জমিয়তে উলামায়ে হিন্দ। জমিয়ত সভাপতি আল্লামা সায়্যিদ আরশাদ মাদানীর নির্দেশে ঝাড়খন্ড হাইকোর্টে লিখিত মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের অধ্যাদেশ অবিলম্বে বাস্তবায়ন করার দাবি তুলেছে জমিয়ত, যাতে ত্রুটিপূর্ণ পুলিশ অফিসার ও ডাক্তারকে কোর্টে উপস্থিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
জানাগেছে, তাবরিজ আনসারির বিধবা স্ত্রীকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি তুলে ও দ্রুত ট্রাইব্যুনাল মামলার শুনানি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ।
জমিয়তের এই সিদ্ধান্তে খুশি ভারতের শান্তিপ্রিয় মানুষ। সোশ্যাল মিডিয়া থেকে টিভি চ্যানেল সর্বত্র প্রতিবাদের আওয়াজ তুললেও কেউই কোর্টে মামলা লড়বে এখনও পর্যন্ত এমন সৎসাহস কেউই দেখাননি। জমিয়ত এগিয়ে এসে তাবরিজ পরিবারের পাশের দাঁড়িয়েছে। এজন্য সকলেই জমিয়তের সভাপতি মাওলানা আরশাদ মাদানীর প্রশংসায় পঞ্চমুখ।