রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে শত বার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন আগামী ১৫ জুলাই সোমবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সী হলে বিকাল ৫ ঘটিকা থেকে অনুষ্ঠিত হবে। সম্মেলনের যাবতীয় প্রস্তুতি ইতিপুর্বে সমাপ্ত করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ব বরেণ্য আলেম জমিয়তে উলামায়ের হিন্দের প্রেসিডেন্ট মাওলানা সৈয়দ আরশাদ মাদানী। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দান করবেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ মাহমূদ মাদানী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাউথ আফ্রিকা জমিয়তের সেক্রেটারী মুফতি ইব্রাহীম বাম।
এছাড়াও ব্রিটেনের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
জমিয়ত নেতৃবৃন্দ- উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনগণকে লন্ডনে অনুষ্ঠিতব্য জমিয়তের শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে দলে দলে যোগাদানের জন্য বিশেষভাবে আহবান জানান। সম্মেলন উপলক্ষে প্রকাশিত হবে স্মারক ম্যাগাজিন আল জমিয়ত।
শতাব্দীর ইতিহাস স্বাক্ষী!
জমিয়তে উলামা বিশ্বব্যাপী শান্তিপূর্ণভাবে ইসলামের মহান খেদমত আঞ্জাম দিয়ে আসছে। জমিয়তের শীর্ষ আকাবিরগণের ঐতিহাসিক ত্যাগ তীতিক্ষাকে বাদ দিয়ে আমাদের স্বাধীনতার ইতিহাস রচিত হতে পারে না। আমাদের স্বাধনিতা জমিয়তের পূর্বসূরী বুযুর্গানেদ্বীনের অভূলনীয় অবদান। এজন্য শতবছর পূরণের এ গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রয়োজন হলো জমিয়তের ইতিহাস জাতির সামনে তুলে ধরা।