রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন বিজ্ঞান ও টেকনোলজিতে মুসলমানদের অধ:পতন : কারণ ও প্রতিকার জমিয়ত নেতার আগমনে দিরাইয়ে মোটর শোভাযাত্রা হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি : বাতিল হচ্ছে চার লেখকের গল্প-প্রবন্ধ শায়খ জয়নুল আবেদীন সুজানগরী রহঃ-এর জীবন ও কর্মী শীর্ষক আলোচনা সভা ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত
দিরাইয়ে যুবলীগের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ

দিরাইয়ে যুবলীগের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ

index_98102আমার সুরমা ডটকম : দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে কোটি টাকার জলমহালের দখল নিয়ে যুবলীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৮ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টায়  ঘোড়ামাড়া সাতপাকিয়া প্রকাশিত জারলিয়া নদীর দখল নিয়ে রাড়ইল গ্রামের আবদুল কাদিরের পক্ষে যুবলীগ নেতা কাওসার বাহিনী ও হাতিয়া গ্রামের যুবলীগ নেতা একরার বাহিনীর লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধের  ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন কাওসার বাহিনীর প্রধান কাওসার এবং একরার বাহিনীর হারুন (৩০), সেজু (২৬), নিজাম (২৮), তাজুল (৩২), উজ্জল (৩২), হাফিজ (২৫)। আহত ৬ জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এক গ্রুপের যুবলীগ নেতা একরার হোসেন দাবি করছেন, দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে জলমহালটি তিনি তিন বছর ধরে কাটাবাঁশ দিয়ে রক্ষণাবেক্ষণ করে আসছেন। গতকাল কাদের মিয়া ও মাসুক মেম্বারের নেতৃত্বে কাওসার বাহিনীর লোকজন ১০-১২টি নৌকা নিয়ে সংঘবদ্ধভাবে জলমহালে নিয়োজিত পাহারাদারের ওপর সশস্ত্র হামলা চালিয়ে জলমহালটি অবৈধ দখলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় ৬ জন পাহারাদার গুলিবিদ্ধ হয়। অপর গ্রুপের কাদের মিয়া বলেছেন, জলমহালটি তাদের তত্ত্বাবধানে রয়েছে, গতকাল ঝাটা ফেলতে গেলে আমার লোকদের ওপর একরার বাহিনীর লোকজন বাধা প্রদান করে এবং তাদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে আমার নৌকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আমার পক্ষের কাওসারসহ ২ জন গুলিবিদ্ধ হয়। কুলঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল আহাদ বলেন, আমি শুনেছি জলমহাল নিয়ে কাদির মিয়া, মাসুক মিয়ার পক্ষে কাওসার  ও একরার হোসেনের লোকজনের মধ্যে গোলাগুলি হয়েছে এবং ৫/৭ জন আহত হয়েছেন। ওসি বায়েছ আলম বলেন, সংঘর্ষ হয়েছে শুনেছি, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, গুলিবিদ্ধের বিষয়ে আমি নিশ্চিত হতে পারিনি। তবে ২ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com