রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের ৩০ বছরপূর্তি ও ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের ২৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়ন উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলার উপ-কমিটি গঠনের লক্ষ্যে শ্যামারচর বাজারে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
সুরমা মাদরাসার মুহতামিম মাওলানা ইকরাম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী।
মাওলানা মুহিবুর রহমানের সঞ্চাচলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানের সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামারচর বাজার জামে মসজিদের ইমাম হাফিয মাওলানা হুসাইন আহমদ, মাওলানা শফি আহমদ, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে নি¤œবর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে শাল্লা উপজেলা দস্তারবন্দী বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে যুক্ত করা হয়েছে শ্যামারচর বাজার জামে মসজিদের ইমাম হাফিয মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আবুল কালাম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা বজলুর রহমান ও রাহাত মিয়া।
আহ্বায়ক মাওলানা ইকরাম হুসাইন, যুগ্ম আহ্বায়ক মাওলানা শফি আহমদ, সদস্য সচিব মাওলানা মুহিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মাওলানা ইমামুল ইসলাম। সদস্য মাওলানা খায়রুল আমিন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, ক্বারী মুজাম্মিল হক, ক্বারী হামিদুল হক, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল হক ও মাওলানা জাকারিয়া আহমদ।