সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বঙ্গবন্ধুর ফাউন্ডেশন এর আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী ২০২০ শনিবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ দলীয় করার্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ধর্মপাশা উপজেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আহবায়ক এম এইচ তালহা চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু ইউছুফ-এর সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
সভায় ৬ ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে আহবায়ক এম, এইচ তালহা চৌধুরীর ও সদস্য সচিব আবু ইউসুফের বক্তব্যে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনসহ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা কমিটির উপদেষ্টা হায়দার চৌধুরী লিটন, আহবায়ক এস এম আব্দুল হাই পীর, যুগ্ম আহবায়ক এবি এম ফজলুল করিম ও সদস্য সচিব শ্রী অনিমেশ পাল ভান দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় বক্তব্য উপস্থাপন করেন যুগ্মআহবায়ক আলমগীর কবীর, জহির উদ্দিন, নাজিমুল হোক, সদস্য শহিরুজ্জামান, সাজিদুর রহমান তাং, নুরুল ইসলাম ও শান্ত রহমান প্রমুখ।
প্রধান অতিথি- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে দিক নির্দশনা মুলুক বক্তব্য উপস্থাপন করেন একই সঙ্গ সার্বিক সহোগিতার আশ্বাস প্রদান করেন।