বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
বলভদ্র সেতু উদ্বোধন : ঢাকার সঙ্গে সিলেটের দূরত্ব কমলো ৪৫

বলভদ্র সেতু উদ্বোধন : ঢাকার সঙ্গে সিলেটের দূরত্ব কমলো ৪৫

bolovodro-300x99

আমার সুরমা ডটকম : লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকড়ি ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এর সংযোগস্থল বলভদ্র নদীতে নির্মিত সেতুটি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন। সেতুটি চালুর ফলে সড়ক পথে সিলেট ও হবিগঞ্জের সঙ্গে ঢাকার দূরত্ব ৪৫ কিলোমিটার কমে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগে সিলেট ও হবিগঞ্জ শহর থেকে যে কোনো যানবাহন ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ, মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হয়ে ভৈরব অংশ দিয়ে ঢাকা যেতো। এখন ওই সড়কের পাশাপাশি যে কোনো যানবাহন ইচ্ছা করলে হবিগঞ্জ সদর-লাখাই-নাসিরনগর-সরাইল হয়ে ঢাকা যেতে পারবে। ফলে সময় ও দূরত্ব দুটোই কমবে। এছাড়া হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব ও কিশোরগঞ্জ জেলার ব্যবসা বাণিজ্যেরও সম্প্রসারণ ঘটবে। ২০১২ সালের ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ সফরে এলে বলভদ্র নদীতে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেতুটি নির্মাণের জন্য ৭ একর ৪৪ শতক জমি অধিগ্রহণ করা হয়। ওই বছরের ১৭ ডিসেম্বর হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান জানান, ২১৬.৬৮ মিটার লম্বা এবং ১০.২৫ মিটার প্রশস্ত এ সেতুটি নির্মাণে ২১ কোটি ৮৫ লাখ ৭৭,০০০ টাকা ব্যয় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com