সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স:
আজ রোববার ফজর থেকে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়েছে।
-আল জাজিরা, আনাদোলু এজেন্সি, কুদস নিউজ
প্রাণঘাতি করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ করে দেওয়া হয়েছিলো এই মসজিদটি। দুই মাস পর আজ ভোরে মসজিদটির চত্বর খুলে দেওয়া হয়েছে। রোববার ফজরের নামাজের আগে মসজিদ চত্বর উন্মুক্ত করে দেওয়া হয়। মুসল্লিরা প্রবেশের অনুমতিও পান। মসজিদে সবাই মাস্ক পরে প্রবেশ করেছেন। এ সময় মুসল্লিদের অভিনন্দন জানান আল-আকসা মসজিদের পরিচালক ওমর আল -কিসওয়ানি।
আল-আকসা মসজিদের পাশাপাশি খুলে দেওয়া হয় বিখ্যাত ডোম অব দ্য রকও। মুসলমানদের বিশ্বাস, মিরাজের রাতে এখান থেকে নবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন।