বুধবার, ০২ Jul ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
ঔষধ প্রশাসন অধিদপ্তর ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে সরকারিভাবে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন অনুমোদন দিয়েছেন। মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল বুধবার থেকে (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল সোমবার ভারত থেকে টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ দেশে পৌঁছায়। এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে একই টিকার ২০ লাখ ডোজ পাওয়া গেছে। প্রসঙ্গত, তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ করে পাঠানোর কথা সেরাম ইন্সটিটিউটের।