মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
করোনার তীব্রগতি ঠেকাতে সারাদেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত ‘সীমিত পরিসরের লকডাউন,’ তবে সাতদিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে ১ জুলাই বৃহস্পতিবার থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। কাল থেকে শুরু হতে যাওয়া ‘সীমিত পরিসরের লকডাউনে’ সব আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে বন্ধ থাকবে গণপরিবহন।
শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত সকল ধরনের যানবাহন চলবে। জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হতে পারবে না। গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে। শিল্প কলকারখানাও লকডাউনের আওতার বাইরে থাকতে পারে। এই সময়ে রফতানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবা খোলা রাখতে পারে এবং সোমবার থেকে আবারও গণপরিবহন বন্ধ থাকবে।