জমিয়ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধকে মানববিধ্বংসী আখ্যায়িত করে যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। ভারত ও ফিলিস্তিনসহ সারা বিশ্বে মুসলিম নির্যাতন বন্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান শীর্ষ নেতৃবৃন্দ।
মজলিসে আমেলার বৈঠকে হেফাজতের মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত জমিয়ত নেতৃবৃন্দসহ আলেম উলামাদের নিঃশর্ত মুক্তির দাবী জানান নেতৃবৃন্দ। জাতীয় নেতৃবৃন্দ বলেন দেশে ন্যায় বিচার ও সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সর্বাগ্রে সরকারকে এগিয়ে আসতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ২০২২-২৪ শেসনের প্রথম কার্য নির্বাহী কমিটির সভা আজ ৫ মার্চ শনিবার সকাল ১০টায় পল্টন্থ দলীয় কার্যালয়ে জমিয়ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন হাফিঃ-এর সভাপতিত্বে ও মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল বসীর, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা খলিলুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুর রহমান ছিদ্দিকী, মাওলানা খলীলুর রহমান বিক্রমপুরী, মাওলানা আব্দুল্লাহ হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ নাজমুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হোসাইন রহমানী, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী সুনামগঞ্জ, মাওলানা শফিকুল ইসলাম কিশোরগঞ্জ, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান, অর্থ সম্পাদক মুফতি জাকির হোছাইন কাসেমী, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী, সহসাহিত্য সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ ইয়াহইয়া, প্রকাশনা সম্পাদক মাওলানা মখলিসুর রহমান রাজাগঞ্জী, সহশিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা আফসার উদ্দিন, পাঠাগার সম্পাদক মাওলানা হেদায়াতুল ইসলাম, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, আইন বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আশরাফী, সংখ্যালঘু সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা বশিরুল ইসলাম খাদিমানী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মোশতাক আহমদ, মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা আব্দুল হালিম সাতবাকী, মাওলানা এবাদুর রহমান, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান কাসেমী, মাওলানা মাসরুরুল হক, মাওলানা ইলিয়াস আমিনী, মাওলানা নুর আহমদ কাসেমী, হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হাসান ফারুক, মাওলানা আবুল কাসেম, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা দেলওয়ার হোছাইন ও মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী প্রমুখ।