বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার ফারিগিণদের সংগঠন আল-হক্ব ফুযালা পরিষদের ফুযালা সম্মেলন শনিবার দিনব্যাপি মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হয়।
আল-হক্ব ফুযালা পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার পাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল উলূম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান। পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নূরুল মুত্তাকীনের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যামিান লেখক, সাহিত্যিক ও নন্দিত আলোচক মাওলানা শরীফ মুহাম্মদ ঢাকা।
মাওলানা দিলোয়ার হোসাইন, মাওলানা মুখতার আহমদ ও মাওলানা শিহাব উদ্দিনের যৌথ পরিচালনায় সম্মেলনে অনুভূতি প্রকাশ করেন মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল বছীর, মাওলানা আব্দুল মুকসিত, মাওলানা তাহির আহমদ, মাওলানা আবুল হোসাইন, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা মুহিউদ্দিন কাসিমী, মাওলানা আব্দুল হাই, মাওলানা সাজ্জাদুর রহমান, হাফিজ মাওলানা ইমদাদুল হক, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা জমিল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান, হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা মুজাহির আলী, মাওলানা আবুল কালাম, মাওলানা আবিদুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আলী আকবর, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আশিকুর রহমান, হাফিজ মাওলানা উসামা ইসলাম খান, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা হোসাইন আহমদ মাহবুব, নূর আহম, মাওলানা মোঃ আব্দুল হক, মাওলানা জাকারিয়া আহমদ, সোহাইল আহমদ, মাওলানা হাম্মাদ আহমদ, হাফিজ লুকমান আহমদ, হাফিজ শামছুল হক মুজাক্কির, মাওলানা আব্দুস সালাম জেহাদী।
বক্তারা বলেন, যতই প্রতিকূল পরিস্থিতি আসুক, কোন অবস্থাতেই ইলমেদ্বীনের মারকাযগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, বরং আরো সুসম্পর্ক বজায় রাখতে হবে। দ্বীনি ইলমের স্বর্ণালী যুগ সম্পর্কে অবগত হতে হবে এবং ইলমের পাওয়ার হাউজের সাথে যোগাযোগ রাখতে হবে। তারা আরও বলেন, বাতিল বহু রূপ নিয়ে আসবে, তাই বাতিলের মোকাবেলা করতে যেমনী ইলমের প্রয়োজন, তেমনি কৌশলও থাকতে হবে। দ্বীনি পোশাকের আদলে গোমরাহীর ব্যাপারে সতর্ক করে বক্তারা বলেন, আগে আমাদেরকে ভালোভাবে বাতিলের লক্ষ্য ও উদ্দেশ্য বুঝতে হবে, পরবর্তীতে ধীরচিত্তে এর মোকাবেলা করতে নিজেকে প্রস্তুত করতে হবে।
সম্মেলনে অনুভূতি প্রকাশকারীরা মাদরাসা কর্তৃপক্ষের কাছে দাবি তুলেন আগামিতে দস্তাবন্দী মহাসম্মেলনের আয়োজনের। পরে প্রধান অতিথির আখেরী মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।