রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রবীণ আলিমে দ্বীন, নগদীপুর-ছয়হাড়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাবেক মুহতামিম মাওলানা মিন্নত আলী শায়খে নগদিপুরী (৮২) ১৭ জানুয়ারী শুক্রবার রাত সাড়ে ১০টায় সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। পরদিন শনিবার বেলা ২টা ৩০ মিনিটে গ্রামের পশ্চিমের মাঠে নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। নামাযে জানাযায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফিয মাওলানা আমিরুল ইসলাম। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এর আগে মরহুমের বর্ণাঢ্য কর্ম জীবন নিয়ে অনুভূতি পেশ করেন মাওলানা আজিজুর রহমান শায়খে চন্ডিপুরী, মাওলানা আব্দুর রহিম পাথারিয়া, মাওলানা তাহির আহমদ দৌলতপুরী, মাওলানা নুর উদ্দিন চন্ডিপুরী, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপারী, মাওলানা আব্দুল হাই দৌলতপুরী, মাওলানা মুহিউদ্দিন কাসেমী দৌলতপুরী, মাওলানা আওলাদ হোসেন জগদলী, মাওলানা রুহুল আমিন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শায়খুল ইসলাম বাসুরী, মাওলানা মুখতার হোসেন চৌধুরী, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।