সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
আপন চাচাতো ভাইদের উপর সন্ত্রাসী হামলার জেরে দায়ের করা মামলায় অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৬ জানুয়ারি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের স্মারক নং-৪৬.০০.৯০০০.০০০.০১৭.২৭.০০০৫.২০-২৫।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের বিরুদ্ধে দায়েরকৃত জি.আর মামলা নং-৮৫/২০২৩ (দিরাই) এর অভিযোগপত্র সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহণকারী আদালত, দিরাই জোন সুনামগঞ্জ কর্তৃক গৃহীত হওয়ায় জেলা প্রশাসক সুনামগঞ্জ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করায় উল্লেখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।
সেহেতু দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনের অনুলিপি সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট অফিস সমূহেও দেয়া হয়।
এদিকে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে তার ভাই ও শ্বশুরবাড়ির লোকজন নিয়ে আপন চাচাতো ভাই মৃত আব্দুল মনিরের ছেলে জাকারিয়া হোসেন জুসেফ (৪১) ও তার ভাই জাকির হোসেন জুহানের (৩৫) উপর তাদের বাসার সামনে সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হয় এবং দিরাই থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত মেহরাব হোসেন রুনেলকে আটক করেছে দিরাই থানা পুলিশ।