সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
বাজারে তেল নেই, কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দামের অস্বস্তি নিয়ে শুরু হচ্ছে পবিত্র মাহে রমযান। নিত্যপণ্য, ইফতার ও সেহরী সামগ্রীতে শুধুমাত্র গতকালই বেড়ে গেছে অনেক দাম। কিছু কিছু পণ্যে স্থিতিশীলতা থাকলেও বেশিরভাগ পণ্যে বেড়েছে মূল্য। শনিবার সরেজমিন সুনামগঞ্জের দিরাই বাজার ঘুরে জানা গেছে এসব তথ্য।
বাজার ঘুরে দেখা গেছে, খেজুর প্রকার ভেদে প্রতি কেজি ১৬০ থেকে ১ হাজার টাকা, তরমুজ প্রতি পিছ ১৫০ থেকে ১৮০ টাকা, কমলা প্রতি কেজি ২শত থেকে ২২০ টাকা, আপেল প্রতি কেজি ২৫০ টাকা, আঙ্গুর প্রতি কেজি ৩শত টাকা, তেল (পলি) প্রতি লিটার ১৫০ থেকে ১৭০ টাকা, বোতল (সোয়াবিন) লিটার ১৭৫ থেকে ১৮০ টাকা, ছোলা প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা, আলু প্রতি কেজি ২০ থেকে ২২ টাকা, ডাল প্রতি কেজি ১শত থেকে ১২০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, রসুন প্রতি কেজি ১৩০ থেকে ২৪০ টাকা, মোরগ (ব্রয়লার) প্রতি কেজি ২শত টাকা, টাইগার প্রতি পিছ ৩৫০ থেকে ৬শত টাকা, ডিমের হালি (মোরগ) ৫০ ও হাঁস ৬৫ টাকা, বিভিন্ন প্রজাতির মাছে দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা, গরুর গোশত প্রতি কেজি ৮শত টাকা, যা শুক্রবার পর্যন্ত ছিল ৭৫০ টাকা, লেবুর হালি ১৮০ থেকে ২২০ টাকা, খিরা প্রতি কেজি ৬০ টাকা। যা কয়েকদিন আগের তুলনায় অনেক বেশি।
এদিকে গতকালের (শনিবার) বাজার দর নিয় বিভিন্ন ক্রেতাদের সাথে আলাপকালে জানান, সামনে রমযান মাস আসায় হঠাৎ অনেক পণ্যের দাম বেড়ে গেছে। বাজারে তেল নেই, মনে হচ্ছে রমযানকে সামনে রেখে ও অধিক মুনাফার লোভে তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তারা নিয়মিত বাজার মনিটরিং করতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
রমযান মাসকে সামনে রেখে বাজার দরের বিষয়ে জানতে চাইলে দিরাই উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার জানান, কয়েকদিন আগে সহকারি ভূমি কমিশনার অভিজিত সূত্রধরের মাধ্যমে বাজার মনিটরিং করা হয়েছে। শনিবারের বাজার দর নিয়ে এখন পর্যন্ত আমার কাছে কোন তথ্য নেই।
জানতে চাইলে দিরাই উপজেলা সহকারি ভূমি কমিশনার অভিজিত সূত্রধর জানান, আমি বেশ কয়েকটি দোকান ও ডিলারে খোঁজ নিয়ে দেখেছি তেলের সংকট আছে। ডিলাররা জানিয়েছে, তাদের চাহিদা মতো কর্তৃপক্ষ তেল সরবরাহ করছে না। তবে আগামিকাল (আজ) থেকে আবার নিয়মিত মনিটরিং শুরু হবে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে। এছাড়া নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার কমিটির সাথেও বৈঠক হয়েছে।