বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার অন্যতম ইসলামি বিদ্যাপীঠ নাদিয়াতুল কুরআন হাফিযিয়া মাদরাসা সাকিতপুর ও নোয়াগাঁওয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্রদের সংগঠন আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার মাদরাসা ভবনে এক সভার আয়োজন করা হয়। মাদরাসার মুহতামিম মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে ও ডা. মাওলানা আব্দুল মুক্তাদির সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নিম্নবর্ণিত সদস্যদের নিয়ে কমিটি গঠিত হয়।
উপদেষ্টাবৃন্দরা হলেন মাদরাসার মুহতামিম মাওলানা এখলাছুর রহমান, দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, তদরিছ সরদার, হাফিয আব্দুল ওয়াদুদ, মাওলানা সামছুজ্জামান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মশহুদ আহমদ, মাওলানা মাছুম আহমদ, মাওলানা খলিলুর রহমান।
সভাপতি হলেন ডা. মাওলানা আব্দুল মুক্তাদির সরদার, সহ-সভাপতি ক্বারী সিরাজুল ইসলাম, হাফিয মাওলানা এমদাদুল হক হাসারচরী, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ফয়সাল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, মাওলানা জাকির হোসেন, অর্থ সম্পাদক মাওলানা আমজাদ হোসেন সরদার, মাওলানা আসআদ আহমদ, প্রচার সম্পাদক ক্বারী মুহিব্বুল হক, সহ-প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ, মাওলানা হাবিবুর রহমান, দফতর সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহ-দফতর সম্পাদক হাফিয সামছুজ্জামান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, নির্বাহী সদস্য মাওলানা নূরউদ্দিন আহমদ, হাফিয সাজ্জাদুর রহমান, হাফিয কামরুজ্জামান, মাওলানা আলী নূর, মাওলানা আমিরুল ইসলাম, হাফিয মাওলানা সুহাইল আহমদ ইয়াহইয়া, মাওলানা রুহুল আমিন।