যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন হাউস অব কমন্সের রুম নং ১৪-তে গতকাল সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে “Inauguration and Achievement Awards Ceremony 2025” জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপদেষ্টা, সদস্য এবং সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত অতিথিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। এ আয়োজনে সুনামগঞ্জ জেলার মানুষের অবদানকে স্বীকৃতি জানানো হয় এবং কমিউনিটির কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোস্ট মাননীয় এমপি নাতাশা আইরনস এবং ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, যাঁরা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবুল লেইছ সাহেব। গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ব্যারিস্টার ঈমান আলী, ব্রিটিশ এমপি আফসানা বেগম, বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, ইংল্যান্ডের বিভিন্ন সিটির মেয়র ও কাউন্সিলরসহ প্রবাসী সুনামগঞ্জবাসীর গুণীজনেরা।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে Exceptional Achievement Award প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ সাফল্যের পেছনে সবার ভালোবাসা, সহযোগিতা ও সক্রিয় উপস্থিতিই ছিল প্রধান চালিকা শক্তি। তাঁরা ভবিষ্যতেও সুনামগঞ্জ জেলা ও সমগ্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।